• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত

  তানভীর আহমেদ হীরা, জামালপুর

০১ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩
গণশুনানি অনুষ্ঠিত
গণশুনানি অনুষ্ঠিত (ছবি : অধিকার)

জামালপুরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে শামীমা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, পিফর ডির, রিজিউনাল কো-অর্ডিনেটর মীর মোস্তাক আহমেদ, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. শফিকুজ্জামান, দুপ্রকের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, ডিপিএফ-এর সহ সভাপতি সাযাযদ আনসারী, তানভীর আহমেদ হীরা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের এম সুলতান আলম প্রমুখ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীতে যুবক নিহত

এ সময় উপস্থিত সেবা প্রত্যাশীরা জানান, সরকারি বিভিন্ন দফতরে দালাল ও সঠিক তথ্য না থাকার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিটি সরকারি দফতরে নাগরিকদের সেবা প্রদানের জন্য কি কি সেবা পাওয়া যাবে, মূল্যতালিকা কোন কোন সেবা কিভাবে পাওয়া যায় সবকিছু লেখা রয়েছে। এছাড়াও দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড