• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা

  তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী)

৩০ নভেম্বর ২০২১, ১৬:২০
নরসিংদী
আহত ওসমান মিয়া (ছবি : অধিকার)

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে অলিপুরা ইউনিয়নে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন আহত হয়।

আহতরা হলেন- ওসমান মিয়া (৪৫), বিল্লাল মিয়া (৫৮), ফরিদা বেগম (৩৫), অলি মিয়া (২৫), রাজিব (১৫)।

ভুক্তভোগি ওসমান জানান, নির্বাচনে জয় লাভের পর হাবিব মেম্বার বিভিন্নভাবে আমার সমর্থকদের হুমকি ধমকি দিয়ে আসছিল। পরে এক পর্যায়ে মঙ্গলবার সকালে হাবিব মেম্বারের ৪০-৫০ জন লোক ধারাল অস্ত্র নিয়ে আমার বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। এসময় বাড়িতে থাকা নগদ অর্থসহ স্বর্ণালংকার তারা লুটপাট করে নিয়ে যায়। আমরা বাধা দিতে গিয়ে আহত হই। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সদস্য নিহত

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই হালিম জানান, সকালে জয়ী মেম্বার হাবিবের একজন কর্মী পরাজিত মেম্বার ওসমানের বাড়ির দিক দিয়ে যাওয়ার পথে ওসমানের লোকজন তাকে চর থাপ্পর দেয়। পরে হাবিব এই খবর শোনার পর প্রতিপক্ষ ওসমানের বাড়িতে হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড