• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত শিক্ষার্থীর মৃত্যু

  সোহেল রানা, সিরাজগঞ্জ

২৯ নভেম্বর ২০২১, ১৮:৫৩
নির্বাচনী সহিংসতায় নিহত শিক্ষার্থী ও তার লাশ
নির্বাচনী সহিংসতায় নিহত শিক্ষার্থী ও তার লাশ। (ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জের সলঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হোসেন সাগর মাছুয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের দিকে ভোট চলাকালীন হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী সেলিম রেজা মোল্লা ও হিরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ভোট দেখতে আসা স্কুল শিক্ষার্থী সাগরকে হিরা সর্দারের লোকজন বেধড়ক মারপিট করে। এতে গুরুত্ব আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়াও সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাকেল নিক্ষেপ ও মারপিটে দুপক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হিরা মন্ডল, আমিরুল হোসেন সবুজ, হাদি, ইব্রাহিম, আশরাফুল, মতি, আমিরুল ইসলাম ও শফি খানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া ইসলাম জানান, ৩নং ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত স্কুল শিক্ষার্থী বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সুরুতহাল শেষে নিজ বাড়ীতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড