• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রায়পুরার ১২ ইউপিতে ৭ স্বতন্ত্র প্রার্থীর জয়

  তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী)

২৯ নভেম্বর ২০২১, ১৮:৪০
রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা
রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা। (ছবি: সংগৃহীত)

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন আওয়ামী লীগ মনোনীত এবং সাতজন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) রাতে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বেসরকারিভাবে এ ঘোষণা দেন।

নির্বাচিতদের মধ্যে উপজেলার রাধানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন (চশমা), মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর এলাহি (চশমা), রায়পুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন (আনারস), চান্দেরকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল (আনারস), মহেষপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন চাঁন মিয়া খা (চশমা), ডৌকারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ ফরাজি (টেলিফোন) ও মরজাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নে আল আমিন ভূঁইয়া মাসুদ, মুছাপুর ইউনিয়নে মো. হোসেন ভূঁইয়া, উত্তরবাখরনগর ইউনিয়নে মোঃ হাবীব উল্লাহ (হাবিব), পলাশতলী ইউনিয়নে জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও আদিয়াবাদ ইউনিয়নে মো. সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড