• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে ১৬ ইউপিতে আ.লীগ ও ৮টিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী

  ফরিদ মিয়া, টাঙ্গাইল

২৯ নভেম্বর ২০২১, ১৬:৪৭
টাঙ্গাইল
ছবি : প্রতীকী

টাঙ্গাইলের নাগরপুর, মধুপুর ও কালিহাতী উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ৮টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে জেলার ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খান তৃতীয় হয়েছেন। এ পৌরসভায় নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ইউএনও সোহাগ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দুপুরের মধ্যে মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান ও কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী মাসুদুর রহমান বালা ও আইয়ূব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।

নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আর ছয়টি ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনিত বিজয়ীরা চেয়ারম্যানরা হলেন- সলিমাবাদ ইউনিয়নে সাইদুল ইসলাম অপু, নাগরপুর সদর ইউনিয়নে কুদরত আলী, মোকনা ইউনিয়নে শরিফুল ইসলাম, মামুদনগর ইউনিয়নে শেখ মো. জজ কামাল, বেকড়া ইউনিয়নে শওকত আলী। স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- দপ্তিয়র ইউনিয়নে এম ফিরোজ সিদ্দিকী, গয়হাটা ইউনিয়নে সামছুল হক, পাকুটিয়া ইউনিয়নে সিদ্দিকীকুর রহমান, ধুবুরিয়া ইউনিয়নে সাদিকুর রহমান, ভাদ্রা ইউনিয়নে শওকত হোসেন ও সহবতপুর ইউনিয়নে তোফায়েল আহমেদ।

কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আর বাকি একটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ মনোনিত বিজয়ী প্রার্থীরা হলেন- নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার, কোকডহড়া ইউনিয়নে নুরুল ইসলাম, দশকিয়া ইউনিয়নে এমএ মালেক ভূইয়া, সল্লা ইউনিয়নে আব্দুল আলিম, গোয়ালিয়াবাড়ি ইউনিয়নে আব্দুল হাই আকন্দ, পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন, সহদেবপুর ইউনিয়নে মোখলেসুর রহমান খান ফরিদ, বল্লা ইউনিয়নে ফরিদ খান, নাগবাড়ি ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিপ্লব। দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : ইউপি নির্বাচন : ৩ প্রার্থীকে ঋণ খেলাপি ঘোষণা

মধুপুর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন। নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন- মির্জাবাড়ি ইউনিয়নে সাদেকুর রহমান ও গোলাবাড়ি ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু। আর আলোকদিয়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আবু সাঈদ খান সিদ্দিক নির্বাচিত হয়েছেন।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড