• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাউখালীতে দুই স্বতন্ত্র প্রার্থীর জয়

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

২৯ নভেম্বর ২০২১, ১১:৪৬
পিরোজপুর
বিজয়ী দুই স্বতন্ত্র প্রার্থী (ছবি : সংগৃহীত)

পিরোজপুরের কাউখালী উপজেলার তৃতীয় ধাপের ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলেছে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজনেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার রাতে কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বেসরকারিভাবে এ ঘোষণা দেন।

নির্বাচিতরা হলেন- সয়না রঘুনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ ও চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লাইকুজ্জামান তালুকদার মিন্টু।

সয়না রঘুনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ (চশমা) প্রতীক দুই হাজার ৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের এলিজা সাঈদ পেয়েছেন দুই হাজার ১০৫ ভোট।

আরও পড়ুন : নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে বরের আত্মহত্যা

অন্যদিকে চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে দুই হাজার ২৭৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. লাইকুজ্জামান মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের মো. বজলুর রহমান খান পেয়েছেন এক হাজার ৯২৮ ভোট।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড