• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ১৬:৫১
নারায়ণগঞ্জ
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ছবি : সংগৃহীত)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. পারভেজ (২৮) নামে আরও একজন মারা গেছেন। পারভেজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নন্দীগ্রামে। তার বাবার নাম মো. আবুল হোসেন।

শনিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে দুই জন মারা গেলেন।

এর আগে ২৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে আদনান টাওয়ারের চতুর্থ তলায় বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। তাদের মধ্য ২৬ নভেম্বর মামুন নামে একজন মারা যান। জীবন নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড