• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলন্ত নৌকা থেকে ছয় তরুণ-তরুণীর নদীতে ঝাঁপ

  সারাদেশ ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ১৫:৫৪
জীবন বাঁচাতে নদীতে তরুণ-তরুণীর ঝাঁপ
কার্গোটি নোঙর। ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরে জীবন বাঁচাতে চলন্ত নৌকা থেকে ছয় তরুণ-তরুণী নদীতে ঝাঁপ দিয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পূর্ব পাশে ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ডাকাতিয়া নদীর পাড়ে সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোটি নোঙর করার সময় ধাক্কা লাগে।

পরে ওই তরুণ-তরুণীর চিৎকার শুনে বেদে সম্প্রদায়ের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়। তবে তরুণ-তরুণী নদীতে পড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও প্রত্যক্ষদশীরা জানান, সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোটি হাজীগঞ্জে সিমেন্ট পৌঁছে দিতে চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে যায়। পরে নদীতে কচুরিপানা বেশি থাকায় নোঙরের সময় ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা মাঝিসহ সাতজনের মধ্যে দুই তরুণ ও চার তরুণী পানিতে ঝাঁপ দেন।

বেদেপল্লীর আব্দুর রশিদ ও আলমগীর বিষ্ণু বলেন, যাত্রীসহ নৌকা ডুবে গেছে শুনে আমরা তাড়াতাড়ি নৌকা নিয়ে ওই তরুণ-তরুণীদের উদ্ধার করি। তাদের মতে, কেউ নদীতে পড়ে নিখোঁজ হয়নি।

আরও পড়ুন : খুনের ৭ মাস পরও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ

চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে কেউ আমাদের অবহিত করেননি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড