• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাল ভোটের অভিযোগে যুবকের কারাদণ্ড

  সারাদেশ ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ১২:৩০
ব্রাহ্মণবাড়িয়া
ছবি : প্রতীকী

জাল ভোট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ আলাউদ্দিন নামে ওই যুবককে এ সাজা দেন। আলাউদ্দিন ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, ভোট শুরুর পর সকাল ৯টায় পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার 'তালা' প্রতীকে জাল ভোট দিতে টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান আলাউদ্দিন।

তিনি ইদ্রিস মিয়া নামে এক ভোটারের ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেরে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আলাউদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন : পঞ্চগড়ে নির্বাচনি সহিংসতায় আহত ২, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে রবিবার ভোট চলছে। সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড