• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হরিরামপুরে মবিলের ড্রাম বিস্ফোরণে কৃষকের মৃত্যু

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)

২৮ নভেম্বর ২০২১, ১১:০৭
মানিকগঞ্জ
নিহত আসলামের লাশ (ছবি : অধিকার)

মানিকগঞ্জের হরিরামপুরে ওয়ার্কশপে ইঞ্জিন অয়েলের (মবিল) ড্রাম বিস্ফোরণ হয়ে আসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আসলাম জগৎবেড় গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন বাজারের ফরিদ মিয়ার ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফরিদ মিয়ার ওয়ার্কশপে মেশিন দিয়ে মবিল রাখার পুরনো একটি ড্রাম কাটছিলেন তার ছেলে সাগর। এ সময় ওয়ার্ক শপে পাম্পের কাজ করাতে আসেন আসলাম। ড্রাম কাটা অবস্থায় সাগর, আসলামের সাথে কথা বলতে গিয়ে ড্রামের মুখ খুলতে ভুলে যায়। ফলে ড্রামের ভেতরে থাকা পুরনো মবিলের গ্যাসে ড্রামের মুখটা খুলে আসলামের মাথা ছেদ করে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান কাজী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা বসত ঘটনাটি হওয়ায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও পড়ুন : অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের অপেক্ষায় পিরোজপুরবাসী

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, মবিলের ড্রাম কাটার সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড