• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরীকে অপহরণ করল কিশোর গ্যাং

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

২৭ নভেম্বর ২০২১, ২০:৩৯
কিশোরীকে অপহরণ
কিশোরীকে অপহরণ। (ছবি: প্রতীকী)

বরগুনার আমতলীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহারা মনি (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের দেলোয়ার হোসেন বিশ্বাসের মেয়ে ও মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। শাহারা মনি মাদরাসায় আসা-যাওয়ার পথে একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য মিলন হাওলাদারের বখাটে ছেলে মো. মিরাজ হাওলাদার প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। মনির পরিবার বিষয়টি মিরাজের বাবা দেলোয়ার গাজীকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ হাওলাদার মনিকে জোরপূর্বক তুলিয়া নেওয়ার হুমকি দিতে থাকে।

এরপর শুক্রবার দুপুরে মনি একই এলাকায় ফুপু ফাহিমা বেগমের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো। এসময় মনি পাকা রাস্তায় পৌঁছালে বখাটে মিরাজ ৪/৫ জন সহযোগীকে নিয়ে মনির গতিরোধ করে। মনির মুখে আকস্মিক রুমাল চেপে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে দ্রুত মনিকে নিয়ে পালিয়ে যায় তারা।

মনির বাবা দেলোয়ার হোসেন বিশ্বাস বলেন, আমার নাবালিকা মেয়েকে কিশোর গ্যাংয়ের সদস্য মো. মিরাজ হাওলাদারসহ ৪/৫ জন বখাটে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি কিশোর গ্যাংয়ের সদস্য মো. মিরাজ হাওলাদারসহ অন্যান্য বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন : বাস চালককে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধ করে প্রতিবাদ

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান জেনে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড