• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাস চালককে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধ করে প্রতিবাদ

  আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)

২৭ নভেম্বর ২০২১, ১৯:৪৯
নিহত
নিহত বাস চালক আব্দুর রহিম। ছবি : অধিকার

চট্টগ্রামের নিউমার্কেট-হাটহাজারী রুটে চলাচলরত দ্রুতযান সার্ভিসের আব্দুর রহিম (৩৫) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রহিম রাউজান উপজেলার গহিরা আতুনির ঘাটা এলাকার বাসিন্দা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার পর চট্টগ্রামের অক্সিজেন রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীর দিকে ছেড়ে যাওয়া একটি বাস অক্সিজেন রৌফাবাদ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস (হাইএস) থেকে কয়েকজন লোক বাস চালকের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা বাস চালকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হন বাস চালক আব্দুর রহিম। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, পরিবহন মালিক-শ্রমিকরা চালকের মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে চলাচলরত সকল যানবাহন বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে হাটহাজারী মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক দায়ীদের আটকসহ বিষয়টিতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করলে অবরোধ প্রত্যাহার করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

আরও পড়ুন : নির্বাচন ঘিরে বিজিবি-র‌্যাব মোতায়েন, ব্যালট পৌঁছাবে সকালে

এ বিষয়ে বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, গণপরিবহনের চালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনা উদঘাটনে হাটহাজারী সার্কেলের এসপি-ওসির আশ্বাসে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর ডিসি মহদোয়ের নির্দেশে এডিসি আরফার ও বায়জিদ থানার ওসি মো. কামরুজ্জামানের টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা অবরোধ প্রত্যাহার করি। বর্তমানে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড