• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অগ্নিকাণ্ডে নিঃস্ব বস্তিবাসী, শেষ ঠিকানা হলো মহাসড়কে

  এসএম মনির উদ্দিন, টঙ্গী (গাজীপুর)

২৭ নভেম্বর ২০২১, ১৭:১৮
অগ্নিকাণ্ডে নিঃস্ব বস্তিবাসী, আশ্রয় মিলল মহাসড়কে
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনেই খেটে খাওয়া মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। কষ্টে অর্জিত পোড়ার দৃশ্য কেবল তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তাদের তেমন কিছুই করার ছিল না। সব হারিয়ে এখন নিঃস্ব বস্তিবাসীর শেষ ঠিকানা হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

শনিবার (২৭ নভেম্বর) খবর পেয়ে টঙ্গী, উত্তরা, কুর্মিটোলা ও পূর্বাচল দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হুড়োহুড়ি করে ঘর বের হতে গিয়ে প্রায় ১৫জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- রুমা বেগম (৪০), মুসলিম মিয়া (৩০), মো. হাসান (২২), উজ্জ্বল (২১), মিরাজ মিয়া (২০), মজিবুর রহমান (২০), মোহন (২৫), বিল্লাল হোসেন (২৫), রফিকুল ইসলাম (২৭), ইদ্রিস মিয়া (৩৫), রবি (৯)। তাদের বস্তির পার্শ্ববর্তী টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতাল কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই

বস্তিবাসীরা ইদ্রিস, আমেনা, ইরানী, হুসনে আরাসহ অনেকে জানান, ভোর চারটার দিকে বস্তিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির অধিকাংশ ঘর কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বেশি হয়। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি, উত্তরার ৩টি, কুর্মিটোলার ২টি এবং পূর্বাচলের ১টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড