• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে নির্বাচনি সহিংসতায় নিহত ১

  ফরিদ মিয়া, টাঙ্গাইল

২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৫
নিহতের লাশ (ছবি : অধিকার)

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং গুলিবিদ্ধসহ আহত চারজন হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম তোতা শেখ (৪০)। সে পাইকাইল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে। আহত গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ রফিক শেখ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছি। দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বাধা দেয়। এ বিষয়ে আজ শুক্রবার বিকালে আমাদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন,খাজা ও জাহাঙ্গীর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। অতর্কিত এ হামলায় আমার পায়ে গুলি লাগে ও আমার সাথে থাকা বাচ্চু মণ্ডল, সুমন,কবীর ও তোতা শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসলে তোতা শেখের মৃত্যু হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড