• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০  |   ২০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

  এসএম ইউসুফ ফেনী, ব্যুরো প্রধান, ফেনী

২৪ নভেম্বর ২০২১, ১৯:১০
ফেনী জজ আদালত (ছবি : অধিকার)

ফেনীতে ভাবিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে দেবর কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘ ১৬ বছর পর বুধবার (২৪ নভেম্বর) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায়ে এ মামলার অপরাপর আসামি সাহাব উদ্দিন ও সাইফুলকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকি দুই নারীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সাহাব উদ্দিন ছাড়া বাকি আসামি সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি বন্টন নিয়ে জেলার সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মুন্সি মিয়ার সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০০৫ সালের ২২ ডিসেম্বর রাতে বাড়ির উঠানে কুপিয়ে ও পিটিয়ে বড় ভাই সফিউল্লাহর স্ত্রী নুর নাহারকে মারাত্মক আহত করে ছোট ভাই কামাল উদ্দিনসহ তার সহযোগীরা।

আরও পড়ুন : নোয়াখালীতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক মতবিনিময় সভা

গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর নুর নাহার মারা যান।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড