• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় কাউন্সিলর হত্যায় এখনও মামলা হয়নি

  সারাদেশ ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১৪:২৫
সৈয়দ সোহেল
সৈয়দ সোহেল (ছবি : অধিকার)

কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ১৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর নিহত আওয়ামী লীগ নেতা সৈয়দ সোহেলের মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটকও করতে পারেনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক চিরঞ্জিব জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সোমবার যেখানে কাউন্সিলর সোহেলকে হত্যা করা হয় সেখানে সকাল থেকে শত শত মানুষের ভিড় দেখা গেছে। ওই এলাকায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। মরদেহ এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : খুলনায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল সুজানগরে তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন তাকে গুলি করলে গুলিবিদ্ধ হন অন্তত আরও সাতজন। রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন। গুলিতে হরিপদ সাহা নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুও হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড