• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনি দ্বন্দে প্রতিপক্ষের যুবককে মারধর, চেয়ারম্যানসহ আটক ৮

  মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)

২৩ নভেম্বর ২০২১, ১২:১০
ধামরাই
নির্যাতিত যুবক ইসরাফিল হোসেন (ছবি : অধিকার)

ঢাকার ধামরাইয়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসরাফিল হোসেন নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নব-নির্বাচিত চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানসহ ৮ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি স্বীকার না করলেও হাজতে থাকা চেয়ারম্যানের একটি গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাতে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ এক যুবককে মারধরের বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযুক্ত চেয়ারম্যানসহ ৮ জনকে আটকের বিষয়টি এড়িয়ে যান তিনি।

এর আগে বেলা ১২টার দিকে বালিয়া ইউনিয়নের পূর্ব সূত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী যুবক ইসরাফিল হোসেনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আটককৃতারা হলো- বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান ও তার ভাতিজা মো. সিয়াম, আব্দুল মজিদ, তার ছেলে সামছুল হক ও নাতি সিহাব, পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মো. মজিবর, রাজন, শামীম, নাছিমা আক্তার এবং রাশেদা বেগম।

ভুক্তভোগী যুবকের ভাই রবিউল আউয়াল বলেন, তার ভাই ইসরাফিল একজন ইট ব্যবসায়ী। গেল ইউপি নির্বাচনে সে নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানের প্রতিপক্ষকে সমর্থন করেছিল। এরই জেরে আজ বেলা ১২টার দিকে চেয়ারম্যান মজিবর তার লোকজন পাঠিয়ে ইসরাফিলকে ডেকে নিয়ে যায়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে তার ভাইকে সূত্রাপুর বাজারে হাত-পা বেধে লাঠি ও রড দিয়ে বেধরক পেটানো হয়।

এসময় স্থানীয়দের খবরে পুলিশের ৪-৫টি গাড়ি উপস্থিত হলে চেয়ারম্যান এলাকার মসজিদে মাইকিং করে আতঙ্ক ছড়ায়। এমনকি যার যা আছে তাই নিয়ে বাজারে হামলা করতে বলে চেয়ারম্যান মজিবর। পরে পুলিশ চেয়ারম্যানসহ তার ৮-৯ জন লোককে ধরে থানায় নিয়ে যায়। আমি এখন থানায় এসেছি অভিযোগ দিতে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে ফাঁসানোর অভিযোগ

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, বালিয়া ইউনিয়নে এক যুবককে হাত-পা বেধে বেধরক মারধর করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আটকের বিষয়ে মামলার পরে জানানো হবে। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড