• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে ফাঁসানোর অভিযোগ

  সোহেল রানা, সিরাজগঞ্জ

২৩ নভেম্বর ২০২১, ১১:৩০
সিরাজগঞ্জ
পোড়ানো মোটরসাইকেল (ছবি : অধিকার)

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজেদের মোটরসাইকেল পুড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার বিরুদ্ধে।

উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আবু হানিফ।

রবিবার (২১ নভেম্বর) গভীর রাতে আবু হানিফের ১০ জন কর্মীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়।

আবু হানিফ অভিযোগ করে বলেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিনায়েকপুর নতুন বাজারে লোকজন বলাবলি করছিলেন যে একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলছেন সোহেল চেয়ারম্যান ও তার লোকজন।

বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে শুনি আমাকে ও আমার কর্মী-সমর্থকদের হয়রানি করতে মোটরসাইকেল পোড়ানোর বিষয়ে গভীর রাতে থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী সোহেল রানা বলেন, রবিবার রাতে নৌকার কর্মী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খাইরুলের ওপর হামলা করলে তিনি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেলটি পুড়িয়ে ফেলেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ঘটনাটি সাজানো হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড