• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সান্তাহারে ট্রাফিক পুলিশ মোতায়েন উপলক্ষে আলোচনা সভা

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

২৩ নভেম্বর ২০২১, ১০:৩০
সান্তাহারে ট্রাফিক পুলিশ কার্যক্রমের উদ্বোধন
আলোচনা সভা। ছবি : অধিকার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির আয়োজনে পৌর শহরে যানজট নিরসনের লক্ষে ট্রাফিক পুলিশ মোতায়েন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রেলগেট চত্বরে এ আয়োজন করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র সহকারি পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, বগুড়া জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুর বারী, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-পরিদর্শক আনহার হোসেন প্রমুখ।

আরও পড়ুন : ফটিকছড়িতে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে প্রবাসীর মৃত্যু

আলোচনা শেষে সিরাজুল ইসলাম খান রাজু ও সার্কেল নাজরান রউফ রেলগেট চত্বরে ট্রাফিক পুলিশ কার্যক্রমে উদ্বোধন করেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড