• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে সিটি মিলে আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

  সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

২২ নভেম্বর ২০২১, ০৯:৪৮
নারায়ণগঞ্জ
নিহত দুই শ্রমিক (ছবি : সংগৃহীত)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি ইকোনোমিক জোনের অটো ডাল এন্ড রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- হযরত আলী (৫০) ও বেলায়েত হোসেন(৫০)। এখনো আশষ্কাজনক অবস্থায় বার্ণ ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন সিরাজুল ইসলাম (৬০) ও রানা (৩৫) নামের আরো দুই শ্রমিক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে ওই কারখানার দগ্ধ চার শ্রমিককে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে একজন ভোরে ও অপরজন সকালে মারা গেছেন। তাদের শরীরের ৯১ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। অপর দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার দুপুরে রূপগঞ্জের রূপসীতে সিটি ইকোনমিক জোনের অটো ডাল এন্ড রাইস মিলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে দগ্ধ হন মিলের তিন শ্রমিক।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড