• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শক দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

২১ নভেম্বর ২০২১, ১৫:৫৪
জেলা জজ আদালত ফেনী
জেলা জজ আদালত ফেনী। (ছবি: সংগৃহীত)

ফেনীতে বৈদ্যুতিক শক দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিন আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. ইয়াছিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা এ রায় দেন।

আদালতের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ বলেন, আসামি চাইলে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘এমন রায়ে আমরা সন্তুষ্ট। এতে করে সমাজে যেসব অপরাধী রয়েছে, তারা শিক্ষা পাবে।’

তবে, আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট নয়। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

প্রসঙ্গত, জেলার সদর উপজেলার ফাজিলপুরে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে অন্তঃসত্ত্বা শিরীনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। ঘটনার দুই দিন পর খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম জামাই ইয়াছিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ওসির নাম্বার ক্লোন করে চেয়ারম্যান প্রার্থীর টাকা লুট

ওই মামলায় গ্রেফতারের পর অভিযুক্ত ইয়াছিন ২০১৯ সালের ৮ মার্চ জেলার ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের চলতি বছরের ১৮ জানুয়ারি তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১০ নভেম্বর মামলার চার্জ গঠন করা হয়। এ মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড