• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রামুতে কৃষককে গুলি করে হত্যার চেষ্টা

  শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

২১ নভেম্বর ২০২১, ০৯:৪৪
রামুতে এক কৃষককে গুলি করে হত্যার চেষ্টা
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুর জোয়ারিয়া নালায় রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে এক কৃষককে গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ মেহের আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে । এতে মেহের আলী বুকে গুলিবিদ্ধ হন।

তিনি পেশায় একজন কৃষক বলে জানান তিনি। তবে কি কারণে, কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুলিবিদ্ধ কৃষককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানিয়েছেন, তাকে গুলি করার পরপরই দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান। তবে তাকে গুলি করার কারণ পুলিশও জানাতে পারেনি।

আরও পড়ুন : রূপগঞ্জে সিটি মিলে আগুনের ঘটনায় দগ্ধ ৪

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, জায়গা জমির বিরোধের জেরে পরিকল্পিত ভাবে এ ঘটনা সংগঠিত করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড