• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

'চট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য'

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

২০ নভেম্বর ২০২১, ১৩:২৬
'চট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য'
মোছলেম উদ্দিন আহমেদ এমপি,নজরুল ইসলাম চৌধুরী এমপি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী । ছবি : অধিকার

প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমেদ এমপি বলেন, "সাংবাদিক ও রাজনীতিবিদ একই সম্পর্কীয়। চট্টগ্রামের উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী দল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে চট্টগ্রাম থেকে প্রকাশিত ডিএফপিভুক্ত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, সরকারের মেঘা প্রকল্পের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

প্রধান আলোচক প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ বলেন, শিক্ষক ও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। তাই এই দুই পেশায় নিয়োজিতদের সরকারের উচিত আরও বেশী সুযোগ সুবিধা প্রদান করা। যাতে তারা দেশ গঠন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, আমি শুধু পত্রিকার উদ্যোক্তা বৃহত্তর চট্টগ্রামের জনগণ এই পত্রিকার মালিক। পত্রিকার অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহম্মেদ এম.পি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এম.পি, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ।

উৎপল বড়ুয়া ও এসবি জীবনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. শাহাদাত হোসেন, শিক্ষক নেতা আবু তাহের চৌধুরী, ব্যাংকার আব্দুল গাফফার চৌধুরী, চট্টগ্রাম মহানগর আ.লীগ নেতা জাফর আহমদ।

বক্তব্য রাখেন- অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যাপক জয়নাল আবেদীন, মো.শহীদুল্ল্যাহ, আ. লীগ নেতা আমির উদ্দিন চৌধুরী, মহিলা আ. লীগ নেতা, শারমিন ফারুক সুলতানা, রোকসানা আক্তার, আয়েশা বেগম, সেলিম উদ্দিন চৌধুরী, আবু নাছের জুয়েল, শহীদুল ইসলাম, মো.আমানউল্লাহ, মো.আব্দুল্লাহ আল মামুন, মো. আহসান উদ্দীন পারভেজ।

আরও পড়ুন : ইলিশ মনে করেই খাচ্ছেন সাধারণ মানুষ

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নুরুল কবির চৌধরী, ছফি আহম্মদ চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আবদুল মতলব, শহীদুল ইসলাম, এরফানুল করিম চৌধুরী, জিসান, সাংবাদিক নজরুল ইসলাম, মো. মোস্তফা কামাল নিজামী, এসকে সাগর, মো.হারুনুর রশিদ, মো.শামীম আজাদ, মু. এনামুল হক মিঠু, সোহেল রানা, মো.জসীম উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, মো. ইকবাল হোসেন, এইচএম সাইফুদ্দীন, খোকন সুশীল, সোহেল তাজ, ইমরান সোহেল, সুমন বৈদ্য, খায়রুল বশর, মোঃ কাশেম , মো. রিফাত, আনিসুল হক সোহেল প্রমুখ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড