• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রায়পুরায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভা

  তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী)

১৮ নভেম্বর ২০২১, ১৫:৫৪
মতবিনিময় সভা
অনুষ্ঠিত মতবিনিময় সভার একটি মুহূর্ত। ছবি : অধিকার

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ৬টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম ও নরসিংদী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দীন।

এ সময় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, এবারের নির্বাচনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। তাই নির্বাচনি আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন : স্থগিত হওয়া কাপ্তাইয়ের চিৎমরম ইউপির নির্বাচন ২৮ নভেম্বর

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রায়পুরা ও বেলাবো থানা সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীবসহ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার পদের সকল প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড