• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালুকায় শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

  মিজানুর রহমান মজনু, ময়মনসিংহ

১৮ নভেম্বর ২০২১, ১৫:২৫
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন (ছবি : অধিকার)

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আহ্বায়ক শ্রমিক লীগ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভালুকা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বলা হয়, ‘চলতি মাসের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরুর স্বাক্ষরিত চিঠিতে জানিয়েছেন, গত ১৬ নভেম্বর ২০২১ স্মারক নং- জা. শ্র. লী/ কে. ক/ চিঠি ২০২১/ ০৮০ এর আলোকে চলতি সভাপতি (ভারপ্রাপ্ত) নুর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত পত্র আমার অবগত হল। এখানে উল্লেখ্য যে, বর্তমান জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা কমিটি প্রসঙ্গে তিনি যে পত্র দিয়েছেন, এটি সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী অবৈধ শ্রমচর্চা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের চিঠি দেয়ার বিধি-বিধান গঠনতন্ত্রে নেই।’

ওই চিঠিতে সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, রাকিবুল ইসলাম শাহিনের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখা আহবায়ক কমিটি সর্বোতভাবে বৈধ এবং গঠনতন্ত্রের বিধি-বিধান মোতাবেক প্রদত্ত কমিটি এবং স্মারক নং জা. শ্র. লী. ময়মন- ২০২১-৫ ও ৯ নভেম্বর এ ওনার স্বাক্ষরিত প্রদেয় জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখা সর্বোতভাবে জননতন্ত্রের বিধি-বিধান মোতাবেক অবৈধ। উল্লেখ্য যে, এই কমিটি যখন দেওয়া হয় তখন নুর কুতুব আলম মান্নানদের জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটিতে কোনো পদ-পদবী ছিল না। তখন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হক মিন্টু এর সাথে আলোচনা করে উনার সম্মতিক্রমে রাকিবুল ইসলাম শাহিনের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখা আহ্বায়ক কমিটি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিষয় হল গত ১৯ সেপ্টেম্বর ২০১৯ তৎকালীন সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে বলে আফতাব উদ্দিন (সভাপতি) সৈয়দ আওলাদ হোসেন (সাধারণ সম্পাদক)-এর নেতৃত্বাধীন জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সেই মোতাবেক রাকিবুল ইসলাম শাহিনকে দলের প্রতি ও দলের গঠনতন্ত্রের প্রতি অনুগত থেকে জাতীয় শ্রমিক লীগের সকল পর্যায়ে সাংগঠনিক কার্যকলাপ পরিচালনা করার জন্য নির্দেশ দেন ওই সাধারণ সম্পাদক।’

আরও পড়ুন : ২৬ বছর ধরে স্কুলের নামফলকে জেলার নাম ভুল!

সংবাদ সম্মেলনে ভালুকা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মুন্সি, ইমরুল কাইয়া, মনিরুজ্জামান মনির, রিপন সরকার, মেহেদী হাসান রিফাত, কামরুল ইসলাম, সামিয়ার মোর্শেদ রোজেন, সোহেল রানা, গোলজার আহাম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান ও তাজুল ইসলামসহ প্রমুখ।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড