• রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৩ ডিসেম্বর চাঁদপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

১৭ নভেম্বর ২০২১, ১০:৫৫
২৩ ডিসেম্বর চাঁদপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে এবার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে হিসেবে আগামী ২৩ ডিসেম্বর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে, শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ইউনিয়ন, চিতোষী পশ্চিম ইউনিয়ন, রায়শ্রী উত্তর ইউনিয়ন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, মেহের উত্তর ইউনিয়ন, মেহের দক্ষিণ ইউনিয়ন, টামটা উত্তর ইউনিয়ন ও টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন : হালদা নদীতে ৮ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা বিগত এক বছর থেকে নিয়মিত গণসংযোগ করে আসছেন। তফসিল ঘোষণার পর এসব প্রার্থীরা এখন আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড