• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইমো হ্যাক করে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

  আনোয়ার পারভেজ, নাটোর

১৫ নভেম্বর ২০২১, ১৬:৫৯
প্রতারক লালন আলী
প্রতারক লালন আলী। (ছবি : দৈনিক অধিকার)

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা এলাকা থেকে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এ সময় প্রতারক চক্রের আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত লালন আলী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় পলাতক ৯/১০ জনসহ তারা দীর্ঘদিন যাবত বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছে। ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট থেকে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/২৪/৩৪/৩৫ ধারায় মামলা হয়েছে।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড