• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে দুই বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

১৪ নভেম্বর ২০২১, ১১:০৮
চট্টগ্রাম
নতুন ভবন ফলকের উন্মোচন (ছবি : অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবন ও জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ, জেনারেল এম.এ.জি ওসমানীর নামে বিভিন্ন কক্ষের নামকরন ফলক উম্মোচন এবং সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এম.পি।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নতুন ভবন ফলকের উন্মোচন করেন।

এ উপলক্ষে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা আওয়মী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বশর ভুঁইয়া, কেশুয়া উচ্চ বিদ্যালয় সভাপতি আবু হেনা ফারুকী, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এডভোকেট সিরাজুদ্দৌলাহ, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক অধ্যাপক আব্দুল আলিম, সাতবাড়িয়া কলেজের অধ্যক্ষ আছহাব উদ্দীন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুজ্জামান সোহেল।

সহকারী শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম-১৪ সংসদীয় এলাকার প্রায় প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বাকিগুলোতে অল্প সময়ের মধ্যে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। বছরের প্রথম দিন নতুন বই, উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন : পরাজিত প্রার্থীর সমর্থকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

এসময় উপস্থিত ছিলেন- সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, যুবলীগ নেতা ফোরক আহাম্মদ, মোহাম্মদ হোসেন মাম্মদ, ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান চৌধুরী, ওয়াহিদ, ফয়সাল, কাজী রুমি, কাফি, বাবু, সুকান্ত, নিশান, খোরশেদ, সাইদ আফ্রদী, আশেক, সাজ্জাদ প্রমূখ।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড