• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর আদালত ভবনে নারী ও শিশু কর্নার উদ্বোধন

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

১২ নভেম্বর ২০২১, ১৫:৫৮
মমতা নারী ও শিশু কর্নার
মমতা নারী ও শিশু কর্নার। (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর আদালত ভবনে বিচারপ্রার্থী নারী ও শিশুদের বিশ্রামের জন্য দুই কক্ষবিশিষ্ট ‘মমতা নারী ও শিশু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছার এটি উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) নারী ও শিশু কর্নারটি উদ্বোধন করা হয়।

ড. বেগম জেবুননেছার বলেন, প্রতিদিন অনেক নারী ও শিশুকে আদালতে আসতে হয়। বেশিরভাগ সময় তাদের সারাদিন আদালতে থাকতে হয়। কিন্তু তাদের বসার বা বিশ্রাম নেওয়ার কোনো জায়গা ছিল না। তাদের জন্য কোনো শৌচাগার ছিল না। সন্তানদের বুকের দুধ খাওয়ানোর জায়গা ছিল না। এই কর্নারে নারী ও শিশুদের জন্য রয়েছে শৌচাগার, বসার জায়গা, ব্রেস্ট ফিডিং কর্নার এবং বেসিন। অসহায় নারী ও শিশুদের জন্য একটি কর্নারের ব্যবস্থা করতে পারায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

কর্নারটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কায়সার মোশাররফ ইউসুফসহ অন্য বিচারকরা।

আরও পড়ুন : ধান ক্ষেতে মিলল বন্য হাতির মৃতদেহ

প্রসঙ্গত, দেশের বিভিন্ন আদালতে প্রতিদিনই অসংখ্য বিচারপ্রার্থী নারী ও শিশুর সমাগম ঘটে। কখনো কখনো আদালতে থাকতে হয় সারাদিন। কিন্তু বেশিরভাগ আদালতে নারী ও শিশুদের জন্য বসার কিংবা বিশ্রাম নেওয়ার জায়গা নেই। নেই আলাদা শৌচাগার ও শিশুদের দুধ খাওয়ানোর ব্যবস্থা। যেসব জায়গায় আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফেনীর আদালতে এ সমস্যা চোখ এড়ায়নি এ বিচারকের।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড