• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় নিহত ১

  রেজাউল করিম রাসেল, কুমিল্লা

১১ নভেম্বর ২০২১, ২১:০০
লাশ
লাশ। প্রতীকী ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় নির্বাচনি সহিংসতাকে কেন্দ্র করে শাওন আহমেদ নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ জন গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় নেওয়ার পথে শাওন আহমেদ মারা যান।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই কেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : শ্রীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাঁচের গ্লাস ভেঙে ফেলা হয়।

এ দিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা অধিকারকে বলেন, ঢাকা নেওয়ার পথে শাওন আহমেদ মারা যান।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড