• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

মৌলভীবাজারে গনপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  কামরান আহমদ, এমপিআই প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২১, ১৭:২৩
র‍্যালি
দুপুরে মৌলভীবাজার শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়

‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে গনপ্রকৌশল দিবস ২০২১ ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইডিইবির আহবায়ক কমিটির জেলা সভাপতি প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইডিইবি পেশাজীবি সংগ্রাম পরিষদের সভাপতি রনধির রায়, আইডিইবি পেশাজীবি পরিষদের সদস্য সচিব রেদওয়ান উল্লাহ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, শিক্ষার্থী জসীম উদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সংগঠনের অনেক মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তরের যুদ্ধে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই এই সংগঠনের জন্ম। প্রতিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত। জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া একমাত্র পেশাজীবি সংগঠন আইডিইবি। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত আইডিইবি তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতে পিছপা হবে না।

তারা আরও বলেন, বাংলাদেশে এখনও ৯ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। সবাই যদি মাঠে নামে তাহলে ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব এই বাংলায় থাকবে না ইন শা আল্লাহ। জাতির পিতা এতো নির্যাতন সহ্য করেও কাউকে একটা গালি দেন নাই। আইডিইবিও জাতির পিতার আদর্শে বলিয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারিগরি শিক্ষার স্তম্ব হচ্ছে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ৷ দেশের ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করে।

বক্তারা আরও বলেন, এই দেশ এগিয়ে যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধারা এজন্য এর পিছনে একদল কুচক্রি মহল লেগে আছে। তারা চায় না দেশ এগিয়ে যাক। এই সংগ্রাম পাকিস্তান আমল থেকেই শুরু হয়েছিল। দীর্ঘ সংগ্রাম করে আমরা আজ এই পর্যায়ে এসেছি। ষড়যন্ত্রকারীরা শুধু আইডিইবির ক্ষতি করছে না, ক্ষতি করছে পুরো দেশের। তারা দেশের জন্য কাজ করে না, নিজের জন্য করে।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইডিইবির সম্মানিত সদস্য৷ আইইবির ২০২১ সালের গ্যাজেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার স্বীকৃতি দেয়া হয়নি। এরকম হলে আমরা ঘরে বসে থাকব না। অধিকার আদায়ের আন্দোলনে সবাই মাঠে নামব।

ওডি/নিমি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড