• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রেক ফেল করে তিনজনকে পিষে দিল ট্রাক

  মশিয়ার রহমান, নীলফামারী

০৩ নভেম্বর ২০২১, ২০:৪৯
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ট্রায়াল দেওয়ার সময় ব্রেক ফেল করে নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাস টার্মিনাল মালিক সমিতির চেইন মাস্টার জাহাঙ্গীর আলম ওরফে ভান্ডারী, শ্রমিক রবিউল ইসলাম ও আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা মেট্রো-ড ১১-২১১৯ নম্বরের একটি ট্রাক ক্রয় করেন বগুড়ার এক ব্যক্তি। পরে ওই ট্রাকটির মালিক সৈয়দপুর থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার আগে সৈয়দপুর বাস-টার্মিনালে ট্রায়াল দিতে গিলে ব্রেক ফেল হয়ে ট্রাকটি কয়েকজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দায়িত্বরত মালিক সমিতির চেইন মাস্টার জাহাঙ্গীর আলম ওরফে ভান্ডারী মারা যান। পরে শ্রমিক রবিউল ইসলাম ও আলমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতদের মধ্যে জাফর ওরফে চাপ্পু নামে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান অধিকারকে জানান, নিহতদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড