• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালীগঞ্জে সরকারি জায়গায় পাকা দ্বিতল ভবন নির্মাণ

  আরাফাত আলী, কালীগঞ্জ (সাতক্ষীরা)

০৩ নভেম্বর ২০২১, ১০:২৩
সরকারি জায়গায় পাকা দ্বিতল ভবন নির্মাণ
জায়গা দখল করে পাকা দ্বিতল ভবন নির্মাণ। (ছবি : অধিকার)

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে উপজেলা পরিষদ থেকে ৩শ গজ দূরে সাতক্ষীরার কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

গত ৪ দিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করেনা নাজিমগঞ্জ বাজারে ঈগল সম্রাট সু স্টোরের মালিক বসন্তপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল কাদের দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২ নবেম্বর) সকালে সরেজমিনে ঘটনা স্থলে গেলে একাধিক ব্যক্তি জানান, প্রশাসনের নাকের ডগায় দ্বিতল ভবনের কাজ চলছে। অথচ সবাই যেন দেখেও না দেখার ভান করে থাকে।

এ ব্যাপারে ঘর মালিক আব্দুল কাদেরের নিকট জানতে চাইলে, তিনি বলেন, আমি আপনাদের অনেক সাংবাদিকদের মোটা অংকের টাকা দিয়েছি।

আপনারা কেনো এসেছেন। সরকারি জায়গায় ঘর নির্মাণের কোনো বৈধ অনুমতি বা ইজারা আছে কিনা জানতে চাইলে সে এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি।

আরও পড়ুন : মানিকগঞ্জে যুবলীগের সাবেক সভাপতি হামলার শিকার

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে বলেছেন। আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে কিভাবে কাজ করছে। বিষয়টা আমি আইনগতভাবে দেখছি।

ওডি/ এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড