• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে তীব্র যানজট

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০১ নভেম্বর ২০২১, ১৯:২০
যানজট
সড়কে তীব্র যানজট। ছবি : অধিকার

রাস্তা মেরামতের কাজের জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের মহাসড়কের ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পশ্চিম পাশের প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১ নভেম্বর) সকাল থেকে রাস্তার কাজ শুরু হলে প্রথমে থেমে থেমে যানজট শুরু হয়। একপর্যায়ে দুপুরের পর থেকে যানজট তীব্র আকার ধারণ করে সেতুর দুই পাশে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারেন্ট জাল জব্দ

যানজটের বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম অধিকারকে জানান, ঝুঁকিপূর্ণ নলকা সেতুর সংস্কার কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। কিন্তু সেতু সংলগ্ন পশ্চিম পাড়ে কিছু অংশ রাস্তা খারাপ ছিল।

তিনি বলেন, সকাল থেকে সড়ক বিভাগ সংস্কার কাজ শুরু করলে মহাসড়কের এক লেন বন্ধ রাখা হয়। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি সন্ধ্যার আগেই মেরামত কাজ শেষ হলে যানজট আর থাকবে না। আর রাত আটটার মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড