• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ.লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে জয়ী

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

২৮ অক্টোবর ২০২১, ১২:২২
আ.লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে জয়ী
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে আ.লীগের তিন চেয়ারম্যান প্রার্থীকে বিনাভোটে জয়ী ঘোষণা করা হয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে কোনো প্রার্থী না থাকায় জেলা নির্বাচন কর্মকর্তা এ ঘোষণা দেন।

বিনা ভোটে জয়ী এসব চেয়ারম্যানরা হলেন- উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আনন্দপুর ইউপির (বর্তমান চেয়ারম্যান ) মো. হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের শ্যালক মোহাম্মদ সেলিম ও মুন্সিরহাট ইউনিয়নে (বর্তমান চেয়ারম্যান) নুরুল আমিন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, একক প্রার্থী হওয়ায় তাদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাদের গেজেট প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১১ নভেম্বর উপজেলার ৬ ইউপিতে ভোট গ্রহণের কথা রয়েছে। অপর তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন ও ৬টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যপদে ৫০ জন ও সাধারণ সদস্যপদে ২০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

আরও পড়ুন : পূর্ব শত্রুতার জেরে মেম্বারকে কুপিয়ে আহত

ফুলগাজী উপজেলা আ.লীগের সভাপতি আবদুল আলিম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়া উপজেলার দু'টি ইউনিয়নের দু'টি সাধারণ ওয়ার্ডে সদস্যপদে দু'জন এবং অপর দু'টি ইউনিয়নের সংরক্ষিত দু'টি নারী ওয়ার্ডে দু'জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ওডি/ এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড