• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  সাইদুর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

২৭ অক্টোবর ২০২১, ২০:৩২
সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের একটি মুহূর্ত। ছবি : অধিকার

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামরুল হাসান জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকায় বসবাস করে আসছেন তিনি। তার জমি অবৈধ দাবি করে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে নাসিমার অধীনস্থ আনসার কমান্ডার কামরুজ্জামান ও অন্যান্য অনসার সদস্যদের দিয়ে নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন : ‘ফেরিডুবির ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

এ ব্যাপারে ভুক্তভোগীর কামরুল হাসানের বাবা নুরুল হক ব্যাপারী বাদী হয়ে রূপগঞ্জ থানা ও জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছেন। এরপর থেকেই কামরুল হাসান ও তার পরিবারকে আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার নানা হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী কামরুল হাসান। একই সাথে বর্তমানে তার পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন তিনি।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড