• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

২৭ অক্টোবর ২০২১, ১৬:২৯
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীরা হলেন, তানজিলা (১৬) ও মোবারেকা (১৫)। তানজিলা চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মু. ফেরদৌসের কন্যা, মোবারেকা একই এলাকার বাদশা মিয়ার কন্যা। তারা দু’জনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। দু’জনই ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টার সময় চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পাশে চট্টগ্রাম শহরগামী সুপার সার্ভিস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

বাসের ধাক্কায় ঘটনাস্থলে পড়ে গেলে সেখান থেকে আহতদের স্থানীয়রা প্রথমে নিকটস্থ বেসরকারি হাসপাতাল চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

আরও পড়ুন : ক্ষুুধার যন্ত্রণায় ২২ দিনের শিশু বিক্রি!

চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মু. গিয়াস উদ্দিন জানান, আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজার ন্যাশনাল হাসপাতালের দক্ষিণে প্রধান সড়কে চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় তারা দু’জন গুরুতর আহত হয়েছে। পরে আমরা তাদেরকে চমেক নিয়ে আসি।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড