• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আসামি রিমান্ডে

  ব্যুরো প্রধান, ফেনী

২৬ অক্টোবর ২০২১, ১২:৪৩
ফেনী
(ছবি : অধিকার)

ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত ছয় আসামিকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৫ অক্টোবর) বিকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলো- ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামূল হক রাকিব (২০), ঝালকাঠির নলছিটির ডেমরা এলাকার মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুরের ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), পরশুরাম উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদ জুনায়েদ (১৯)।

অন্যজন হলেন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।

ফেনী মডেল থানার এসআই এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ বিষয়ে আদালতে শুনানি হয়। শুনানি শেষে তাদের ৫ জনের দুদিন করে ও অপরজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড