• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, জেলেপাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্যতা

  রিপন দাস, পটুয়াখালী

২৫ অক্টোবর ২০২১, ১৯:৪৭
মৎস্য শিকার
মৎস্য শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবি : অধিকার

সরকার ঘোষিত টানা ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে উপকূলীয় জেলা পটুয়াখালীর জেলেপাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্যতা।

সোমবার (২৫ অক্টোবর) রাত ১২টার পর থেকে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে। এরই ধারাবাহিকয় ট্রলারে জাল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রহর গুনছেন জেলেরা। মধ্যরাতের পর থেকেই আবার নদীতে ফিরবেন মৎস্য শিকারিরা।

এর আগে মাছের প্রজনন মৌসুম ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন নদীতে সকল প্রজাতির মাছ ধরায় সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলেপাড়ার মহিপুর এলাকার মস্তফা দৈনিক অধিকারকে বলেন, ‘জেলেদের কপালে দুর্দিন লেগেই আছে। নদীতে ইলিশ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আজ মাঝ রাতেই অবরোধ শেষ, তাই সাগরে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রাত ১২টার পরই সাগরে মাছ শিকারে চলে যাব।’

আরও পড়ুন : রাজাকারের ছেলের হাতে নৌকা প্রতীক, আ. লীগ সমর্থকদের ক্ষোভ

এ দিকে, প্রশাসনের কড়া প্রহরায় নিষেধাজ্ঞা সফলভাবে পালিত হওয়ায় জালে প্রচুর মাছ ধরা পড়বে বল আশা করছেন মৎস্য শিকারিরা।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড