রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
ইটবোঝাই ট্রাকের চাপায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইসমাঈল হোসেন নামে ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন পলাশবাড়ী-কিশোরগাড়ী সড়কের বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাঈল হোসেন কিশোরগাড়ী ইউনিয়নের খলিল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নিহত ইসমাঈল হোসেন বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে অবস্থিত তার বাবার দোকানে আসছিল। ওই সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ইসমাঈলের মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা চালকসহ ট্রাকটি আটক করে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দসহ চালকে আটক করে থানা হেফাজতে নেয়।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দৈনিক অধিকারকে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ওডি/নিলয়
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড