• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

  সেলিম হায়দার, তালা, সাতক্ষীরা

২১ অক্টোবর ২০২১, ১৪:৪৯
বাস
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : অধিকার

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সাতক্ষীরার তালা উপজেলায় রানা সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাকদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সরদার সাতক্ষীরার ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে ও দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী ওই বাসটি বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলাধীন শাকদহ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে রানা সরদার ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সরদারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। এ ছাড়া আহত আরও অন্তত পাঁচজনকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

দৈনিক অধিকারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড