• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ভাঙচুরের তিন মামলায় গ্রেফতার ১২

  ব্যুরো প্রধান, ফেনী

২০ অক্টোবর ২০২১, ১৪:১৪
ফেনী
(ছবি : অধিকার)

ফেনীতে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরও ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, ট্রাংক রোডের জয়কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেন।

এ মামলায় অভিযান চালিয়ে পুলিশ রাতেই ফেনী পৌর এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মিয়াজীকে (২১) গ্রেফতার করে।

হামলা-ভাঙচুরের ঘটনায় এর আগে র‌্যাব ১টি ও পুলিশ ২টি পৃথক মামলা করে।

এসব মামলায় ৩ দিনে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে পূর্বেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে পুলিশের করা ২ মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার মো. সোহেল (২৬), ফেনীর উকিলপাড়ার বাসিন্দা মো. রোমান শেখ (১৬), ফেনী সদর উপজেলার মোয়াজ্জেম হোসেন (৩২) ও সাইফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাবের করা মামলায় ফেনী সদর উপজেলার লেমুয়ার বাসিন্দা মেহেদী হাসান মুন্নাকে (২২) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, নতুন গ্রেফতার এই ৬ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড