• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভরা মৌসুমেও দাম নেই পানের, হতাশ চাষিরা

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

২০ অক্টোবর ২০২১, ১১:০৯
ভরা মৌসুমেও দাম নেই পানের, হতাশ চাষিরা
পান চাষিরা (ছবি : দৈনিক অধিকার)

বরগুনার আমতলী উপজেলায় প্রায় দেড় হাজার পান চাষি। চলছে ভরা মৌসুম তবুও হাসি নেই এসব চাষিদের। বাম্পার ফলন আছে, নেই দাম। পানের ব্যাপক চাহিদা থাকা সত্বেও পর্যাপ্ত বিক্রি না থাকায় চিন্তিত প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও তারা পান চালান নিয়ে বিপাকে রয়েছেন। এতে প্রান্তিক চাষিরা ক্ষতির শিকার হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে কম বেশী পান চাষ হয়। গ্রাম থেকে পান নগরীতে চড়া দামে বিক্রি হয়। অথচ পানির দামে বিক্রি করতে হয় প্রান্তিক চাষিদের। শ্রমিকের মজুরি বৃদ্ধি, অতিরিক্ত দামে খৈল ও বাঁশের শলা ক্রয়সহ প্রয়োজনীয় উপকরণের বাজার ঊর্ধ্বমুখী। তবে উপজেলার হাট- বাজারগুলোতে পানির দামে পান বিক্রি করতে হচ্ছে। বর্তমানে ১০০০ টাকা ১ পাই মূল্যের পান এখন ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

পান চাষ (ছবি : অধিকার)

প্রান্তিক পান চাষিরা জানায়, করোনায় পরিবহন সংকট থাকায় কিছু অসাধু পাইকার সিন্ডিকেট করে পানের দাম কমিয়েছে। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। বর্তমানে বাজারে পানের চাহিদা কম থাকায় ন্যায্য মূল্য পাচ্ছে না প্রান্তিক চাষিরা বলে দাবি করছেন পাইকাররা। গ্রামীণ জনপদের চাষিদের বিশ্বাস সরকার পান বাজারের অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিলে জীবিকার তাগিতে আবারও ঘুরে দাঁড়াবে প্রান্তিক চাষিরা।

এ বিষয়ে কুকুয়া ইউনিয়নের পানচাষি বাদল দফাদার বলেন, গত বছরের তুলনায় ফলন ভালো অথচ ন্যায্য মূল্য পাই না। পান চাষে খরচের তুলনায় বিক্রি কম। এজন্য ক্ষতির সম্মুখীন হচ্ছি।

হলদিয়া ইউনিয়নের তক্তা বুনিয়া গ্রামের পান চাষি আলম হাওলাদার জানান, ভরা মৌসুম শুধু বাজার মন্দা। লাভ নেই খরচের তালিকা বিশাল। মনে হচ্ছে পান চাষের খরচ তুলতে পারবো না। ১ পাই পান বাজারে ১০০০ টাকা বিক্রি করতাম এখন তা দাঁড়িয়েছে ১০০ টাকায়। এতে দিনমজুরি দিতেও হিমসিম খেতে হচ্ছে।

আরও পড়ুন : অপরাধীদের কাছে আতঙ্কের নাম ওসি আকবর আলী

উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, বিশ্ব বাজারে পানের চাহিদা ব্যাপক। তাই আমরা চেষ্টা করি ভালো ফলনের। চলতি বছর পানের মৌসুম ভালো। তবে ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। যদি বিদেশে পান রপ্তানি করা যায় তাহলে পান চাষিরা লাভবান হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড