• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দুরকানীতে বোমা আতঙ্ক!

  রুম্মান হাওলাদার, পিরোজপুর

১৯ অক্টোবর ২০২১, ২০:৩৬
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক গৃহস্থলীর বাড়ির আঙিনায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কীটনাশকের কৌটা বিস্ফোরিত হলে বোমা গুজবের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সাদৃশ্য কোনো বস্তু নয়, সেটি ছিল চালের পোকা নিধনের কৌটা থেকে সৃষ্ট শব্দ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামের সুবিনিয় বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামের সুবিনিময় বিশ্বাসের ঘরের সামনে হঠাৎ শব্দ হলে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসির নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে একটি প্লাষ্টিকের ছোট একটি পাইপের কৌটায় লেখা বিষ। চালের পোকা মারার ঔষধ গুড়া পাওয়া যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই কৌটার মুখ খুলে যাওয়ায় শব্দ ও ধোঁয়া বের হওয়ায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল জানান, সুবিনয় হালদারের বাড়িতে হঠাৎ শব্দ হওয়ায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দেখে বোমাসাদৃশ কোনো বিষয় নয়। চালের পোকা মারার বিষের প্লাষ্টিকের কৌটার মুখ খুলে যাওয়ায় এ ধরণের শব্দ হয়েছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে কলেজছাত্রকে জোর করে বিয়ে, তরুণীর বিরুদ্ধে মামলা

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, বোমা আতংকের খবর পেয়ে গিয়ে দেখি সেখানে বোমাসাদৃশ কোনো বস্তু নয়। ঘরের বাইরে একটি গাছের নিচে প্লাষ্টিকের একটি নলের কৌটার মুখ খোলা, লেখা বিষ, কৌটার মধ্যে ঔষধের গুড়া। কৌটাটি বিস্ফোরিত হয়নি, শুধু ধোঁয়া বের হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড