• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে উপচে পড়া ভিড়

  রাফিকুর রহমান লালু, রাজশাহী

১৯ অক্টোবর ২০২১, ১৯:০৪
করোনা টিকা
করোনা টিকা নিতে উপচে পড়া ভিড়। ছবি : অধিকার

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে আসাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বৃষ্টি উপেক্ষা করেই কয়েক হাজার নারী-পুরুষ টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়ান বলে জানা গেছে। এ দিন সকাল ৯টার দিকে ওই কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়।

মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উপজেলার মহিষকুন্ডি গ্রামের আশরাফ আলী ও মাখনপুর গ্রামের জুলখার মতো কয়েক হাজার নারী-পুরুষ এ তিন সকাল ৯টার আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে এই হাসপাতালে ভিড় করেন।

এ দিকে, সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা মিলে টিকা নিতে আসা মানুষদের লম্বা লাইন। এ সময় কাউকে ছাতা ও টিকা নেওয়ার স্লিপ আবার কেউ কেউ জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে হ্যান্ডমাইকে যাদের মুঠোফোনে টিকা নেওয়ার এসএমএস যায়নি, তাদের চলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

টিকাকেন্দ্র পরিদর্শনকালে উপজেলার ভাতুড়িয়া গ্রামের আব্দুস সালাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল সাড়ে ১১টা। টিকা নিতে আসা যত মানুষের ভিড় দেখছি তাতে টিকা দিতে পারব কি না, তা বুঝতে পারছি না।

এ সময় টিকা নিতে আসা কয়েকজন নারী-পুরুষ জানান, টিকাকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা গুরুত্ব সহকারে টিকা প্রদান করছেন।

এ দিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮৬ হাজার ৮২৬ জন। নিবন্ধনকারীদের পর্যায়ক্রমে করোনার টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা

এ ব্যাপারে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, করোনা মোকাবিলায় টিকার কোনো বিকল্প নেই। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে প্রতিদিন নারী-পুরুষেরা টিকা নিচ্ছেন। পাশাপাশি প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্র টিকা নিতে আসা মানুষকে টিকাও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সকল মানুষকে টিকার আওতায় আনতে সরকার নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিদিন আরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড