• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে ফার্মেসিতে চুরি

  সাদ্দাম হোসেন, সাভার, ঢাকা

১৯ অক্টোবর ২০২১, ১৭:৫৭
চুরি
চুরি। প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় একটি ফার্মেসিতে প্রায় ১০ লাখ টাকার ওষুধসহ নগদ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোর সদস্যরা ওই ফার্মেসিতে থাকা সিসিটিভির ডিভিডিয়ার খুলে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতের দিকে আশুলিয়ার বেরন এলাকার নাইটিংগেল মোড়ের সুমন ফার্মেসি অ্যান্ড ডক্টরস চেম্বারে ওই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক সুজন জানান, সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে সাটার খুলে দেখেন তার দোকানের যাবতীয় ওষুধসহ মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে।

তিনি বলেন, ফার্মেসিতে থাকা সব দামি ওষুধ তাড়া নিয়ে গেছে। এ ঘটনায় চোর চক্রের সদস্যরা দোকানের আনুমানিক ১০ লাখ টাকার ওষুধসহ তিন দিনের ওষুধ বিক্রি করার নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। এ ছাড়া দোকানে থাকা সব সিসিটিভি ভেঙে ডিভিডিয়ার নিয়ে যায় তারা।

তিনি জানান, অন্য দোকানের সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে পাই, দোকানের সামনে একটা পিকআপ ভ্যান দীর্ঘক্ষণ দাড়িয়ে ছিল। দোকানে থাকা ৬০ কেজি ওজনের একটা চেয়ার ছিল, সেটিও তারা নিয়ে যায়। তবে তাদের মার্কেটে থাকা দায়িত্বরত সিকিউরিটি সেখানে উপস্থিত ছিলেন। সে নিজেও পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকতে দেখেছে।

আরও পড়ুন : ভূরুঙ্গামারীর ইউপি নির্বাচনে ৩৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই কাজী নাসের বলেন, চুরির ঘটনায় ফার্মেসি পরিদর্শন করেছি। ওই ফার্মেসিতে থাকা দামি সব ওষুধ সব নিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড