• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভূরুঙ্গামারীর ইউপি নির্বাচনে ৩৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১৯ অক্টোবর ২০২১, ১৬:৫৮
নির্বাচন
নির্বাচন। প্রতীকী ছবি

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সে লক্ষে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩৪৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে স্বতন্ত্র পদের আড়ালে দুইজন বিএনপির রানিং চেয়ারম্যান আবারও নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারে সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৭টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী দিয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি দিয়েছে ৫টি ইউনিয়নে। আর দুটি ইউনিয়নে বিএনপি প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তারা দুজনেই বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরা হলেন- বলদিয়া ইউনিয়নের মোখলেছুর রহমান এবং তিলাই ইউনিয়নের ফরিদুল হক শাহীন শিকদার।

এ দিকে, ৭টি ইউনিয়নে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। সবচেয়ে বেশি (৭ জন) চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বলদিয়া ইউনিয়নে এবং কম (৩ জন) মনোনয়ন জমা পড়েছে তিলাই ইউনিয়নে। তবে এবার ভূরুঙ্গামারী উপজেলার মধ্যে নির্বাচন হচ্ছে চর ভুরুঙ্গামারী, বঙ্গ সোনাহাট, তিলাই, পাইকেরছড়া, জয়মনিরহাট, আন্ধারীরঝাড় ও বলদিয়া ইউনিয়নে।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার তিলাই ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। একইভাবে আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর বলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন : ভৈরবে সাম্প্রতিক বিষয় নিয়ে সর্বদলীয় মতবিনিময় সভা

এ দিকে, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান দৈনিক অধিকারকে জানান, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাকি তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল ঘোষণা না হওয়ায় পরবর্তী ধাপে সেটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড