এস আর অনি চৌধুরী, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শারদীয় দুর্গাপুজা চলাকালে কর্মধায় ক্ষতিগ্রস্ত ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের সহকারী নিরাজ কুমার জায়সওয়াল।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে কর্মধা ইউনিয়নের নলডরি, আছকরাবাদ ও রাজানগর চা বাগানের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ নেতৃবৃন্দদের ধৈর্য ধারণ করে প্রশাসনের উপর আস্থা রাখার এবং পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহবান জানান।
আরও পড়ুন : গাজীপুরে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত
সংক্ষিপ্ত সময়ের পরিদর্শনকালে তার সাথে ছিলেন- সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, কুলাউড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দেসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ওডি/এসএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড