• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে স্ত্রীর মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

  ব্যুরো প্রধান, ফেনী

১৮ অক্টোবর ২০২১, ১১:২৪
ছবি : অধিকার

ফেনীতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জহিরুল ইসলাম সুজন (৩৮) নামের এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৭ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুজন ফেনী শহরের বিরিঞ্চি তালতলা এলাকার তাজুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে কোহিনুর আক্তারের সঙ্গে ২০১০ সালের ২৪ মে সুজনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

গত বছরের শেষের দিকে জুয়েল তার স্ত্রী কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কোহিনুরের বাবা যৌতুক দিতে অপারগতা জানালে জুয়েল তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং দ্বিতীয় বিয়ে করেন।

এক পর্যায়ে গত বছরের ৩০ ডিসেম্বর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন কোহিনুর। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করলে আপস মীমাংসার কথা বলে তিনদিন পর জামিন নিয়ে পালিয়ে যান জুয়েল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড