• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে দফায় দফায় সংঘর্ষে ওসিসহ আহত ১৬

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

১৭ অক্টোবর ২০২১, ১২:৫০
ফেনীতে দফায় দফায় সংঘর্ষে ওসিসহ আহত ১৬
মুসল্লিদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় (ছবি : দৈনিক অধিকার)

ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে মুসল্লিদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ অন্তত ১৫/১৬ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে শনিবার বিকাল ৩টার দিকে ট্রাংক রোডের কালি বাড়িতে জড়ো হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করে। ঠিক একই সময় ওই এলাকার কেন্দ্রীয় বড় জামে মসজিদে চলছিল আসরের নামাজ। পুলিশ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নামাজের পরে মিছিল করার অনুরোধ জানালেও তারা তা উপেক্ষা করে মিছিল বের করে। এর প্রতিবাদে নামাজ শেষে মুসল্লিরা মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় মুসল্লি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন মুখোমুখি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে।

এক পর্যায়ে বাধার মুখে পূজা উদযাপন পরিষদ মিছিল ফিরিয়ে নেয়। এর কিছুক্ষন পরই জেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক ও দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ফেনী পৌর মেয়র ও স্থানীয় আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের নেতৃত্বে জেরা আ. লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে মুসল্লিদের সাথে ধাওয়া-পাল্টা শুরু হয়।

এ সময় ইটপাটকেলের আঘাতে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম ও নবাবপুর ইউনিয়ন সভাপতি হক সাব, ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান রিয়াদ মোল্লা আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। মাগরিবের নামাজ শেষে মুসল্লীরা অবস্থান নিলে আ. লীগ নেতাকর্মীরা ফের হামলা চালায়।

চতুর্দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়লে কয়েকজন আহত হন।

এদের মধ্যে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু, সিনিয়র সহ-সভাপতি নুর করিম জাবেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান হাবিব, সহ-সম্পাদক আমজাদ হোসেন, রবিন, জামাল, রাব্বি, হৃদয়ের নাম জানা গেছে।

আরও পড়ুন : কালিয়াকৈরে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি প্রদান

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে ফেনী মডেল থানার ওসিসহ ১৫/১৬ জন আহত হয়েছেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড